• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯

শিল্প

দুই মাসব্যাপী রেইনবো পেইন্টস এর ‘সেবা মাস’শুরু শুক্রবার

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০১ ডিসেম্বর ২০২৩

ক্রেতাদের সর্বোচ্চ সেবা প্রদানের লক্ষ্যে শুক্রবার থেকে ‘সেবা মাস’ শুরু করতে যাচ্ছে দেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান আরএফএল গ্রুপের জনপ্রিয় রঙের ব্র্যান্ড ‘রেইনবো’। বৃহস্পতিবার রাজধানীর বাড্ডায় একটি হোটেলে ‘সেবা মাস-২০২৩’ এর উদ্বোধন করেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল।

সেবা মাসের আওতায় পুরো ডিসেম্বর ও জানুয়ারি মাসে ক্রেতারা রেইনবো পেইন্টসের সকল পণ্যের উপর ২৫ শতাংশ পর্যন্ত এবং ইন্সটা পেইন্টিং সার্ভিস ও রং সম্পর্কিত সকল হার্ডওয়্যার পণ্যের উপর ৫ শতাংশ মূল্যছাড় পাবেন। এসময় রেইনবো পেইন্টস এর শোরুম থেকে সর্বোচ্চ ছয় মাসের কিস্তিতে পণ্য কেনা যাবে। তাছাড়া সেবা মাসে বাড়ির জন্য রং নির্বাচনসহ রং সংক্রান্ত যাবতীয় পরামর্শ দেওয়া হবে ক্রেতাদের। এছাড়াও থাকছে রেইনবো’র পণ্য ক্রয় করে সেবা মাস শেষে র‌্যাফেল ড্রয়ের মাধ্যমে ফ্রিজ, টিভি, মাইক্রোওয়েভ ওভেন, সাইকেল ও ডিনারসেটসহ অসংখ্য আকর্ষণীয় উপহার জেতার সুযোগ।

অনুষ্ঠানে আরএন পাল বলেন, “আরএফএল গ্রুপ পণ্যের গুণগত মান এবং ক্রেতাদের সন্তুষ্টিকে সর্Ÿোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। এখন রং করার মৌসুম। এ সময় মানুষ রং নির্বাচনসহ নানা বিষয়ে সমস্যার সম্মুখীন হয়। এজন্য আমরা ক্রেতাদের সুবিধার্থে সেবা মাস শুরু করতে যাচ্ছি। আমরা আশা করছি, ক্রেতারা সেবা মাসে রেইনবো পেইন্টস এর সকল সেবা গ্রহণ করবেন”।

তিনি আরও বলেন, “রেইনবো পেইন্টস দেশীয় একটি ব্র্যান্ড। আমরা আন্তর্জাতিক মানের রং উৎপাদন করে বাজারজাত করায় অল্পসময়ের মধ্যে ক্রেতাদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছি। আশা করছি রেইনবো পেইন্টস অচিরেই দেশের রঙের বাজারে শীর্ষ ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হবে”।     

রেইনবো পেইন্টস এর নির্বাহী পরিচালক কামরুল হাসান বলেন, “গ্রাহক সন্তুষ্টির জন্য সেবা মাসের অন্যতম আকর্ষণ কিস্তিতে পণ্য ক্রয়ের সুযোগ। সেবা মাসে ফ্রি স্যাম্পলিং এর মাধ্যমে রঙের গুণগতমান যাচাই করার সুযোগ রয়েছে। তাছাড়া রেইনবো ভিজ্যুয়ালাইজারের মাধ্যমে রং করার পূর্বেই বাড়ির বিভিন্ন রঙের কম্বিনেশন দেখে পছন্দমতো কালার নির্বাচনের সুযোগ রয়েছে। ক্রেতারা অগ্রিম বুকিং দিয়ে বছরের যেকোনো সময় উপভোগ করতে পারবেন রেইনবো সেবা মাসের মূল্যছাড়সহ বিশেষ সুবিধাবলি। তাছাড়া ক্রেতারা চাইলে রেইনবো’র পরিবেশকদের কাছেও এ সেবা পাবেন”।   

রেইনবো পেইন্টস এর জেনারেল ম্যানেজার (রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট) সালেহ আহম্মদ চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (অপারেশন) মো. সোহেল রানা, হেড অব সেলস শাহজাহান সানী ও হেড অব মার্কেটিং মো. নাজমুল হক সহ রেইনবো পেইন্টস এর উর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

রেইনবো’র ডেকোরেটিভ, ফ্লোর কোটিং, মেরিন, কার, পাউডার কোটিং, ইন্ডাস্ট্রিয়াল, হ্যামার, উড কোটিং ক্যাটাগরিতে প্রায় ৩৩ ধরনের রং রয়েছে। সারাদেশে ‘রেইনবো পেইন্টস’ এর ২৫১টি শোরুম ও অনুমোদিত ডিলারের মাধ্যমে রেইনবো পেইন্টস কিনতে পারছেন ক্রেতারা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads